জীবনে চলার পথে আমরা বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হই, তার কিছু সুখকর, আর কিছু অত্যন্ত হতাশার যা ভেতরকে গ্রাস করে ক্রমান্বয়ে মৃত্যুর পথে ধাবিত করে। কিন্তু সেই মৃত্যু শরীরের নয়, সে মৃত্যু মানুষের পূর্বের সরল মনের। আর এই মৃত্যুর পর পুনর্জন্ম নেওয়া মানুষের মন এক কঠিন আবরণে আবৃত সচেতন স্বত্তায় পরিণত হয়। সেই সচেতন মন থেকেই আজ কবিতার ও আঁকাআঁকির জন্ম।