গন্তব্য

সমুদ্রের মাঝে নৌকা নিয়ে
বৈঠা বেয়ে চলি,
আমিই যাত্রী, আমিই মাঝি,
অথৈ সমুদ্রে দিলাম পাড়ি।

একটু হাত ফসকালেই দারুণ বিপদ
হতে পারে নৌকাডুবি,
চারিদিকে সব মাংসখেকো ভয়ংকর প্রাণী,
তারই মাঝে আমি একা বৈঠা টানি।

সুদূরে দেখা যায় সবুজের রেখা
আলোর হাতছানি,
বৈঠা বেয়ে পৌঁছাতে হবে আমায়
প্রতিটি মুহূর্ত যে খুব দামী।

তারই মাঝে বহু শঙ্কা, বহু বাঁধা,
নৌকাডুবির বিশাল ঝুঁকি,
আমি একা বৈঠা হাতে,
সুদূরপুর আর কত দেরী?

~ যারিন

এখানে আপনার মন্তব্য রেখে যান