ঝড়াপাতা

লালপাতা, হলুদ পাতা, কমলাপাতা,
বাহারীরঙের পাতার বাহার,
ঝড়ে যায় –
এক শীতল কণকণে বায়ুপ্রবাহ
উড়িয়ে নিয়ে যায় বৃক্ষ থেকে বাহারীরঙের পাতাগুলোকে
বাহারীপাতা তখন প্রাণহীন ঝড়াপাতা ~

রাস্তাঘাট, মাঠপার্ক, যেদিকে চোখ যায়
চারিদিকে ঝড়াপাতার শ্মশান
তার উপর প্রতিনিয়ত মাড়িয়ে চলছে মানুষ
আর ঝড়াপাতা শোনায় তার বুক চিড়ে আর্তনাদ।
ঠিক যেমন করে মৃত্যুর পূর্বে ছটফট করে প্রাণ,
বেঁচে থাকার শেষ চেষ্টায়
মাড়িয়ে যাওয়া ঝড়াপাতাগুলোও কেঁদে ওঠে শেষবারের মতন।

~ যারিন

এখানে আপনার মন্তব্য রেখে যান