মনুষ্যত্ব

স্বার্থের জালে ঘেরা মানুষ
মনের ঘরে শুধু স্বার্থের সঞ্চারণ,
দরজার এককোণে দাঁড়িয়ে মনুষ্যত্ব ভাবে,
কবে হবে সেই ঘরে আমার বিচরণ?

আত্মঅহংকারে আমিত্বের বাইরে কিছু দেখতে না পারে,
“আমি, আমিই” প্রধান চরিত্র যেখানে
সেখানে আমি যে বহু তুমির সম্মিলন,
তা উপলব্ধি করতে না পারে।
চারিদিকে মানুষ যখন ক্ষুধার্ত, যুদ্ধে নিপীড়িত ও বাস্তুহারা,
হৃদয় কাঁদে না তাতে –
কাঁদে শুধু যখন পড়ে অর্থের ব্যবসায় ভাটা।

জীবন যদি হয় দেওয়া-নেওয়ার,
লাভ-লোকসানের খাতা,
তাহলে সেই খাতায় থাকা চাই –
কতটুকু নিলাম পৃথিবী থেকে
ও কতটুকু দিয়ে গেলাম এই পৃথিবীকে
তার হিসানামা।

~ যারিন

এখানে আপনার মন্তব্য রেখে যান