ভালবাসা সমুদ্রের মতন।
সমুদ্রে যেমন জোয়াড় আসে, উত্তাল ও প্রবল হয় ঢেউ,
তেমনি করে ভালোবাসাও ক্ষণে ক্ষণে উত্তাল হয়।
সাইক্লোন বা ঝড় এলে সে ভালোবাসা হয় বিধ্বংসী, ধ্বংসলীলায় কত প্রাণের ক্ষতি করে ফেলবে তা জানা নেই।
আবার ভাটাও আসে ভালোবাসায়, শীতল বায়ু বয়।
ঢেউ কমে যায়, স্থিত হয় উত্তালতা। সমুদ্র হয় শান্ত, যেন সমুদ্র তখন নিজের অবস্থান ও খেয়ালে মন দিয়েছে।
ভাটা এলে হয়তো মনে হতে পারে ভালোবাসা কমে এসেছে। কিন্তু তা ক্ষণিকের শান্তরুপ মাত্র। সমুদ্রের উপর বিশ্বাস না হারালে জানবে, আবার উত্তাল হবে সেই সমুদ্র, আবার আসবে ঝড়, আবার হবে প্রবলভাবে একে অপরকে কাছে টেনে নেওয়া ।
~ যারিন
এখানে আপনার মন্তব্য রেখে যান