আলোর অন্বেষণ

কপটতা ও স্বার্থপরতার পৃথিবীতে
সাজানো সব কৃত্রিম আলোকরাশি,
লোভ, হিংসা, ও বিশ্বাসঘাতকতা
সর্বস্থলে মিথ্যের আতশবাজি।

ঝলমলে সব মেকী আলোয়
অভ্যন্তর আজ আলোকহীন,
সত্যের প্রদীপ অস্তমিত প্রায়
মনুষ্যত্বের দীপ্তি ক্ষীণ।

কে কাকে ঠকালো
সেই বিজয়ে জ্বলে
আত্মঅহংকারের বাতি –
সত্যকে জীবন্ত কবর দিয়ে
মিথ্যের আলোয় হয় আত্মঘাতী।

ভুলে যায় –
অন্তিমে নিকষকালো অন্ধকার,
এখানে নেই কোন কপটতার
নকল কিরণমালা,
সাড়ে তিন হাত মাটির গহ্বর
যেথায় আসন্ন অতীব যন্ত্রণা।

সৎকর্ম, স্বত্বত্যাগ, ও মানবতা,
আঁধারের বুকে আশার বার্তা,
সে আলো নয় কৃত্রিম, নয় জমকালো,
ঘন তমসায় নীরবে প্রজ্জ্বলিত –
এক সলতে আলো।

~ যারিন

এখানে আপনার মন্তব্য রেখে যান