গ্রীষ্মের মধ্যাহ্নে নির্জন ঝিলের পাড়,
সেখানে আজ এক ঝাঁক মাছরাঙার সমাহার।
শান্তপাখির সূক্ষ্ম দৃষ্টি জলে নিবদ্ধ,
জলতরঙ্গে সন্ধানে মাছের অস্তিত্ব।
পরক্ষণে জলের পৃষ্ঠে উঁকি দেয় মাছ
ঝাপসা চোখে বায়ুর সন্নিধান।
তার দৃষ্টিতে আটকায় বাহারী পক্ষীকূল,
ওদিকে মাছরাঙার মনোনিবেশ লক্ষ্যে ব্যাকুল।
পাখির অবধানে শিকারের ফাঁদ,
মাছের মনে তখন বাঁচার আর্তনাদ।
প্রকৃতির কি করুণ বিধান –
কারো আহার,
তো কারো প্রাণের সংহার।
যুগে যুগে এভাবেই বয়ে চলে প্রকৃতির ধারা,
বাস্তুসংস্থানের প্রকট নিয়মমালা।
উচ্চস্তরের প্রাণীর খাদ্য নিম্নস্তরের প্রাণী,
বড় মাছের অন্নজালে ছোট মাছের সারি।
আর নিম্নস্তরের প্রাণীর খাদ্য বৃক্ষ, লতা-পাতা,
তেমনি করে প্রাচুর্য্যতার খাদ্য দারিদ্রতা।
দারিদ্রতাকেই দাবিয়ে চলছে ক্ষমতার পর্বতারোহণ,
চিরকাল তাই দুর্বলের উপর সবলের অনুশাসন।
কার বিজয়, কার পরাজয়,
কে করবে তা নির্ণয়?
হোক ধনী বা গরীব, মাছ বা পাখি –
পরিশেষে সকল জীবের ভাগ্যে একই পরিণতি
মহাকালের গহ্বরে প্রত্যেকের চিরসমাপ্তি।
~ যারিন
এখানে আপনার মন্তব্য রেখে যান