একগোছা গোলাপ ও রজনীগন্ধা,
একরাশ মিষ্টি ঘ্রাণ,
এক ফালি রোদ ও
একদল হাওয়ার তালে
বেজে ওঠে পাঁপড়ির গান।
পাঁপড়ির মাঝে সুনিপুণ কলা,
কত সূক্ষ্ম সব শিরোরেখা ,
অধরা হাসিতে অস্থায়ী সত্তা,
তাও চাহনীতে কত আনন্দ লেখা।
শিকড়হীন পুষ্পের সীমিত সময়কাল,
শুকনো ও রিক্ত অবয়বে তার স্থান
বইয়ের পাতায় চিরকাল।
~ যারিন

এখানে আপনার মন্তব্য রেখে যান