নিজের সাথে বোঝাপড়া

শোনা কথা,
গল্পকথা,
ঝুড়িঝুড়ি মিথ্যাকথা,
সত্য সেথায় রূপকথা
অলীক তার বিরাজতা।

অন্তরে গভীর দুঃখরাশি
তবে মুখে সদাই হাসি,
হাসিমুখে ঢাকে অবসাদ
দীনহীন, গরীবের উজ্জ্বল প্রাসাদ।

সত্য ঢাকার এক অদ্ভুত খেলা
তাতে ফুরায় সারাবেলা,
খেলতে খেলতে আজ শুধি –
সত্য কি তা মনে আছে বুঝি?
নাকি মিথ্যের স্তুপে পড়লো চাপা?
নকল হাসি কেড়ে নিলো মলিন চেহারা।
হয় কি আজও ঘরে ফেরা?
নিজের সাথে বোঝাপড়া?

~ যারিন
– ৩১শে ডিসেম্বর,২০২৪।

এখানে আপনার মন্তব্য রেখে যান