একখানি কাগজ হাতে,
এক রক্তঝরা কলমে
লিখতে বসে দিনলিপি
কোথা থেকে শুরু –
কোথায় শেষ
জানা নেই বিন্যাস রীতি।
নিস্তব্ধ সান্ধ্যকালে
উত্তর লিখি
নিজের প্রশ্নের,
নির্বোধ, কেন হাঁটলে একই পথে?
কেন ঝড়ালে লবণ ক্ষতস্থানে?
কষ্ট এখন বেড়ে দ্বিগুণ
নিষ্কাশনের পথ নেই,
হৃদয়ে ছেঁয়েছে আগুন।
দাবানল গ্রাসে সকল আনন্দ
পেছনে ফিরে তাকালেও ধূ ধূ প্রান্তর,
দিনশেষে কেউ কথা রাখেনি,
কেউ পাশে থাকেনি,
কেউ বিশ্বাসী হয়ে ওঠেনি।
২৩ শে জুন, ২০২৫।
~ যারিন
এখানে আপনার মন্তব্য রেখে যান