ঝকঝক করে ট্রেন আসছে প্ল্যাটফর্মে,
ট্রেনের নাম “মায়া”,
খ্যাতির মায়া, অর্থের মায়া,
বিদ্যার মায়া, যশের মায়া।
মায়ার সম্মেলনে চলছে ট্রেন,
অনির্দিষ্ট গন্তব্য ও দুর্নিবার তার গতি
টিকেট মেলে না সহজে,
মিললে তবে একাদশে বৃহস্পতি।
সেই ট্রেনের পেছনে ছুটলাম
বছরের পর বছর,
কখনও মনে হলো
এই বুঝি ধরতে পেলাম,
ঘোর কাটতেই বুঝলাম
সবই ছিল মোহ।
ট্রেন ধরার দৌড়ে আমি নইকো একা,
আমার সাথে দৌড়াচ্ছে
আমার সকল সাথীরা।
হঠাৎ পা পিছলে
ছিটকে পড়লাম মাটিতে,
এলো না কেউ হাত বাড়িয়ে
রইলাম পড়ে প্ল্যাটফর্মে।
দেখলাম এক বিশাল জনসমুদ্র,
একমুখী তাদের ধাবন
অপরকে ডিঙিয়ে, মাড়িয়ে, অপসারিত করে
অসাধ্যকে করবে তারা সাধন।
এর মাঝে দেখা মেলে
এক বাউল ফকিরের দল,
কোন দৌড়ে নেই কোন অভিলাষ,
আপন খেয়ালে মত্ত তাদের মন।
মায়ার সকল বাঁধন ছেড়ে,
আত্মিকতায় শেষ অন্বেষণ।
~ যারিন
২৭ শে জুলাই, ২০২৫।
এখানে আপনার মন্তব্য রেখে যান