মৃত্যুর পর কবর হয়,
শাবল দিয়ে মাটি খুঁড়ে,
তিন হাত গভীরে।
এক কবর খনন হয় মৃত্তিকায়,
আরেকটি হয় হৃদয়ে,
অবিরাম হৃদয়ে শাবল চালিয়ে
শুধু কবর খুঁড়ে,
কিন্তু তাতে দাফন হয় না।
দিনে- দিনে যেন প্রসারিত হয়
সেই গর্তের গভীরতা।
~ ১৩ই অক্টোবর, ২০২৫
মৃত্যুর পর কবর হয়,
শাবল দিয়ে মাটি খুঁড়ে,
তিন হাত গভীরে।
এক কবর খনন হয় মৃত্তিকায়,
আরেকটি হয় হৃদয়ে,
অবিরাম হৃদয়ে শাবল চালিয়ে
শুধু কবর খুঁড়ে,
কিন্তু তাতে দাফন হয় না।
দিনে- দিনে যেন প্রসারিত হয়
সেই গর্তের গভীরতা।
~ ১৩ই অক্টোবর, ২০২৫
এখানে আপনার মন্তব্য রেখে যান