লোকে কি কয়
পাছে লোকে কি কয়
করে কাটলো সময়,
শূন্যতা, বিষাদগ্রস্ততা,
ও অসারতা –
গ্রাসে প্রাণময়।
ক্ষণস্থায়ী জীবনে
ক্ষণস্থায়ী প্রাণ
ক্ষণস্থায়ী সকল সম্পর্ক
ক্ষণস্থায়ী ভাবমূর্তি ও মান।
শূন্য আবেগে
শূন্য প্রতিদান।
অকালে ঝড়ে পড়ে
কোনো প্রতিভাবান।
ভুলে যায় জগতের সহজ হিসাব –
তুমি যতদিন,
তোমার পৃথিবী ততদিন
তোমার বিয়োগে
তোমার পৃথিবীর মৃত্যু হয়,
পাছের লোকের নয়।
~ ১৪ই ডিসেম্বর, ২০২৫
এখানে আপনার মন্তব্য রেখে যান